Showing posts with label আমি কিংবদন্তীর কথা বলছি. Show all posts
Showing posts with label আমি কিংবদন্তীর কথা বলছি. Show all posts

আমি কিংবদন্তীর কথা বলছি

আবু জাফর ওবায়দুল্লাহ

আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।

তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।